সিবিআই দফতরে চলছে পলিগ্রাফ প্রক্রিয়া । শনিবার সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ-সহ মোট ৬ জনের পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে । পলিগ্রাফ পরীক্ষার জন্য দিল্লি থেকে সিবিআইয়ের একটি দল এসেছে । জানা গিয়েছে, একসঙ্গে নয়, ৬ জনের আলাদা আলাদা ভাবে পলিগ্রাফ টেস্ট করা হবে। যা বেশ সময়সাপেক্ষ বলে জানা গিয়েছে।
এই মূহুর্তে চলছে সন্দীপ ঘোষের পলিগ্রাফ।
শনিবার সকাল সকাল সিবিআই দফতরে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । প্রতিদিনই তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হচ্ছে । এই নিয়ে টানা ৯ দিন সিবিআই দফতরে হাজিরা দিলেন সন্দীপ । দিন দু’য়েক আগেই তাঁর ও চার চিকিৎসকের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছিল শিয়ালদহ আদালত । এদিন এই পাঁচ জনের পাশাপাশি, সঞ্জয় রায় ঘনিষ্ঠ এক ব্যক্তিরও পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে । উল্লেখ্য, অভিযুক্ত সঞ্জয় রায়েরও পলিগ্রাফ টেস্ট করা হবে । তার প্রস্তুতিও শুরু করেছে সিবিআই । কিন্তু কবে হবে টেস্ট তা জানা যায়নি ।
পলিগ্রাফ টেস্ট শারীরিক পরীক্ষা। যেখানে বেশ কিছু সেন্সর ব্যবহার করা হয়। সেন্সরগুলি হার্ট রেট, শ্বাসপ্রশ্বাস, ব্লাড প্রেসার, পালস রেট সহ একাধিক প্যারামিটার মনিটর করে । কোনও অপরাধী মিথ্যা বলছেন কিনা তার জন্য পলিগ্রাফি টেস্ট করানো হয় । আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে টানা জেরা করছে সিবিআই । অন্যদিকে, বারবার তলব করা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে । চলছে টানা জিজ্ঞাসাবাদ । কিন্তু, তদন্তকারীদের আশঙ্কা, প্রত্যেকেই বেশ কিছু ভুল তথ্য দিচ্ছে । সেক্ষেত্রে, সত্যি, মিথ্যা বিচার করা যাবে পলিগ্রাফি টেস্টের মাধ্যমেই ।