লোকসভা ভোটে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্থদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযান যে চলবে আগামীতেও তা আরো একবার স্পষ্ট বার্তা দিলেন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে। মমতার সেই বার্তায় যোগ্য সঙ্গত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেদিনের শহীদ মঞ্চ থেকে অভিষেক বুঝিয়ে দিলেন, সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে এলাকায় হেরে যাওয়া জনপ্রতিনিধিদের কোনো ভাবেই রেয়াত করবেনা দল। এদিন মমতা সতর্কবার্তা দিয়ে বলেন, দুর্নীতি করলেই পরিণতি ভয়ংকর হবে, গ্রেপ্তার করতে পিছুপা হব না, এরপর তিনি বললেন লোভী হতে চায় না, সামাজিক বন্ধু হতে চাই। আমি বিত্তবান চাই না বিবেকবান চাই।
এমএলএ,এমপি, মন্ত্রী থেকে শুরু করে চেয়ারম্যান, কাউন্সিলার,পঞ্চায়েত প্রধান, সদস্য ,টাউন এবং ব্লকের সভাপতি এদের কারোর বিরুদ্ধে অভিযোগ এলেই ব্যবস্থা নেব। জানবেন, জনগনের ভোটে নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করতে এসেছেন। মানুষ কে পরিষেবা প্রদান করা সব থেকে বড় দায়িত্ব।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়, বৃষ্টি মাথায় নিয়ে লাখো ভিড়ের জমায়েতকে প্রশ্ন ছুঁড়ে বললেন, দুর্নীতি রুখবেন তো ? যারা কাজ করবে না, তাদের বিরুদ্ধে লড়বেন তো ? লাখো লাখো ভিড় থেকে জবাব ফিরে এসেছে – রুখব দিদি, লড়ব দিদি।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author