এক বছর পর মাঠে নেমে ফের চোট, ‘এটাই স্বাভাবিক’ মত নেইমারের
৩৬৯ দিন পর মাঠে নেমে সাড়া জাগিয়েছিলেন নেইমার। আল হিলালের জার্সিতে তিনি খেলতে নেমেছিলেন চোটের জন্য লম্বা সময় বাইরে কাটিয়ে। সমর্থকরা আশা করেছিলেন, এবার নেইমার হয়তো টানা খেলবেন, কিন্তু সেটা হলো না। ফের চোট পেলেন তিনি। গতকাল নেইমার আল হিলালের জার্সি গায়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ইরানের ক্লাব এস্তেগলালের বিরুদ্ধে খেলেন। পরিবর্ত প্লেয়ার হিসেবে খেলতে নেমে তিনি চোট পান। এরপর সমর্থকদের প্রশ্ন, নেইমার কি ফিট হবেন না? হলেও কবে হবেন? নেইমার যদিও তাঁর চোট নিয়ে আপডেট দিয়েছেন।
নেইমার প্রায় এক বছর মাঠের বাইরে থাকার পর মাঠে নেমে একটি ম্যাচ খেলেছিলেন। এস্তেগলালের বিরুদ্ধে ম্যাচটা ছিল তাঁর চোট সারিয়ে ফেরার পর দ্বিতীয় ম্যাচ। কোচ তাঁকে ৫৮ মিনিটে মাঠে নামান। নেমে তিনি খেলতে পারেন ২৮ মিনিট।
জানা গিয়েছে নেইমার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। সাইডলাইনের বাইরে তাঁর প্রাথমিক চিকিৎসাও হয়। কিন্তু তিনি আর নামতে পারেননি। হাঁটুতে চোটের কারণে বাইরে থাকার পর এবার হ্যামস্ট্রিংয়ে চোট নতুন করে চিন্তা বাড়াল।
চোট পাওয়ার পর নিজের অবস্থা নিয়ে আপডেট দেন নেইমার। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আশা করছি খুব একটা বড় কিছু হয়নি। ১ বছর বাইরে থাকার পর এটা হওয়াটা স্বাভাবিক। চিকিৎসকরা আমাকে আগেই সতর্ক করেছিলেন, আমাকে তাই সতর্ক হয়ে খেলতে হচ্ছে।
+ There are no comments
Add yours