এক মহিলাকে কুরুচিকর মেসেজের অভিযোগে আটক তৃণমূল ছাত্র সভাপতি
শিলিগুড়ি সংলগ্ন লোয়ার বাগডোগরা এলাকায় এক বিবাহিত মহিলাকে কুরুচিকর মেসেজ পাঠানোর অভিযোগে তৃণমূল কংগ্রেসের জেলা ছাত্র সভাপতি তনয় তালুকদারকে আটক করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, তনয় তালুকদার চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই মহিলাকে কুরুচিকর মেসেজ পাঠাতেন। বিষয়টি জানার পর মহিলার স্বামী গভীর রাতে অভিযুক্ত ছাত্রনেতাকে ধরে মারধর করেন।
এ ঘটনার পর উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। স্থানীয়রা জানান, তনয় তালুকদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বহু মহিলাকে এ ধরনের কুপ্রস্তাব দিয়েছেন। এক যুবক, বিরু ঘোষ, বলেন, “তনয় তালুকদারের কঠোর শাস্তি হওয়া দরকার।”
অভিযোগে জানা গেছে, প্রথমে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়ে ওই মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দেন তনয় তালুকদার। তারপর একসময় মহিলাকে আপত্তিকর মেসেজ পাঠাতে শুরু করেন। বিষয়টি মহিলার স্বামী জানতে পারলে গভীর রাতে তিনি অভিযুক্তকে মারধর করেন।
মহিলা পরবর্তীতে বাগডোগরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরেই পুলিশ তনয় তালুকদারকে আটক করে। সোমবার, স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে সালিশি সভার আয়োজন করা হয়, যেখানে অভিযোগ ওঠে যে, সভা চলাকালীন কিছু তৃণমূল কর্মী ওই মহিলার স্বামী ও উপস্থিত ব্যক্তিদের উপর আক্রমণ করে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয় এবং তৃণমূল ছাত্র নেতাকে মারধর করতে শুরু করে স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তনয় তালুকদারকে আটক করে।
+ There are no comments
Add yours