আরজি করে তরুণ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য উত্তাল।কলকাতা থেকে বিভিন্ন জেলায় প্রতিবাদের ঝড় বইছে।স্বাধীনতার মধ্যরাতে ” রাত দখলে মেয়েরা” নেমে এলেন রাস্তায়।রাজ্যের পাশাপাশি দিল্লি মুম্বাই পুনে মহারাষ্ট্র তে ছড়িয়ে পড়েছে এই জমায়েত, ও প্রতিবাদী মিছিল।এত মানুষের রাস্তায় নেমে আসা নিয়ে প্রতিক্রিয়া জানালেন নির্যাতিতার বাবা।

প্রতিক্রিয়া জানাতে নির্যাতিতার বাবা বলেন, “সবাইকে একটাই কথা বলতে চাই;একটা মেয়েকে হারিয়ে কোটি কোটি মেয়েকে পাশে পেয়েছি। এই কোটি কোটি মেয়ে, আজ বলে নয়, আমার তো মনে হচ্ছে, ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আমার পাশে থাকবেন। এঁরা সবাই আমার মেয়ের মতো। যে পুরুষরা রাস্তায় নেমেছিলেন, তাঁরা আমার ছেলের মতো।”

নির্যাতিতার বাবা আরও বলেন, “এদের ধন্যবাদ দিলে খুব অন্যায় করব আমি। কারণ আমার মেয়েকে তো কখনও ধন্যবাদ দিইনি! এদের প্রতি সম্পূর্ণ সমর্থন আছে আমার। আমার মেয়েকে আগলে রাখতে পারিনি, আশা করি এদের আগলে রাখতে পারব, যদি এভাবেই এরা আমার পাশে থাকেন।”আর জি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার রাত ১২টা বাজতে পাঁচ মিনিটে, রাজ্য জুড়ে জমায়েতের ডাক দিয়েছিলেন মহিলারা। মেয়েরা রাত দখল করো, … আহ্বানকারীদের দাবি ছিল একটাই, ‘জাস্টিস ফর আর জি কর।’ সেই মতো কলকাতা শহরের দিকে দিকে তো বটেই, জেলা এমনকি অন্য রাজ্যতেও রাতের রাস্তায় ঢল নামে নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের।

স্বাধীনতার মধ্যরাতে ‘মেয়েদের রাত দখল’কে ঘিরে বেনজির দৃশ্যের সাক্ষী থাকলেন রাজ্যবাসী। ডাক্তারি পড়ুয়ার উপর সরকারি হাসপাতালে যে নারকীয় অত্যাচার চলেছে, তাতে যেমন শিউড়ে উঠেছেন সকলে, তেমনই প্রশ্নের মুখে কর্তৃপক্ষের ভূমিকাও। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে নাগরিক সমাজ, যার ফলশ্রুতি চোখে পড়ল বুধবার রাতে। আর জি কর কাণ্ডে গর্জে উঠল গোটা দেশ। হাজার হাজার মানুষ রাজপথের দখল নিলেন। নারী সুরক্ষার দাবিতে উঠল স্লোগান।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author