এবার বোমা মেরে রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি লস্করের
রিজার্ভ ব্যাঙ্ক বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি তীব্র চাঞ্চল্য এই হুমকি ফোনে।কাস্টমার কেয়ার নম্বরে শনিবার একটি হুমকি ফোন আসে। নিজেকে লস্কর-ই-তৈবার CEO বলে পরিচয় দেন কলার। স্বাভাবিকভাবেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ রিজ়ার্ভ ব্যাঙ্ক বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফোনটি এসেছিল কাস্টমার কেয়ারে। ফোনের ওপার থেকে বলা হয়, মুম্বইয়ে রিজ়ার্ভ ব্যাঙ্কের বান্দ্রা শাখায় বোমা রাখা রয়েছে। হুমকি দেওয়ার আগে কলার একটি গানও গেয়েছেন বলে জানা যাচ্ছে। মুম্বই পুলিশ এই ফোন কল ট্রেস করার চেষ্টা শুরু করেছে। তবে কে ফোন করেছিল, তা এখনও স্পষ্ট নয়। কিছু সময়ের জন্য পুলিশ বান্দ্রার রিজার্ভ ব্যাঙ্ক শাখায় হাই অ্যালার্ট জারি করে। তবে এই হুমকি সম্পূর্ণ ভুয়ো বলেই জানিয়েছে মুম্বই পুলিশ।
উল্লেখ্য গত দুই মাস ধরে একের পর এক বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এই হুমকির উড়ো ফোনে ইতিমধ্যে শোরগোল পড়েছে শহরাঞ্চলে। কিছুদিন আগেই ফ্লাইটে বোমার আতঙ্ক তৈরি হয়েছিল, মন্দির উড়িয়ে দেওয়ার আতঙ্ক তৈরি হয়েছিল। আর এখন রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি। একের পর এক হুমকির এই উড়ো ফোন ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
এই ধরনের ভুয়ো হুমকি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। রিজ়ার্ভ ব্যাঙ্কে বিস্ফোরণের হুমকিও সেই ট্রেন্ডেরই অংশ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০০৮ সালে এই লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনই মুম্বইয়ে ভয়াবহ হামলায় চালিয়েছিল। রিজ়ার্ভ ব্যাঙ্কে এই জঙ্গি গোষ্ঠীর নাম করে হুমকি ফোন চাঞ্চল্য ছড়ানোর উদ্দেশ্যেই করা হয়েছে বলে অনুমান।
+ There are no comments
Add yours