ওসির বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ, সরানো হল পদ থেকে
ঝামেলা মেটানোর জন্য টাকা চান ওসি। এবার সেই বিতর্কিত ওসিকে তাঁর পদ থেকে সরানো হল। এসডিপিও বোলপুরের রিপোর্টের পরেই পদক্ষেপ নেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে।
বাড়ি তৈরি করা নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পরেন অপর প্রতিবেশী। আর সেই ঝামেলা মেটাতেই টাকা চাওয়ার অভিযোগ ওঠে কীর্ণাহার থানার ওসির বিরুদ্ধে। বাড়ির মালিকের দাবি, দোতলা বাড়ি তৈরি করা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসায় জড়িয়ে পরেন তারা। সেই ঝামেলা মেটানোর জন্য ওসি ১ লক্ষ টাকা দাবি করেন। বাড়ির মালিক ১ লক্ষ টাকা দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। টাকা না দেওয়ার কথা বললে তাঁকে ধরে মারধর এবং থানায় আটকে রাখা হয় বলে অভিযোগ। বাধ্য হয়ে তিনি ১০ হাজার টাকা দেন।
কিন্তু ঘটনা সম্পর্কে পরে আক্রান্ত ব্যক্তি ‘দিদিকে বলো’তে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সেই ব্যক্তিকে তাঁর টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
ঘটনার দু’দিনের মাথায় আবারও কীর্ণাহার থানার ওসির বিরুদ্ধে উঠল টাকা নেওয়ার অভিযোগ। আর তারপরই, বোলপুরের এসডিপিও-র দ্বারস্থ হন ওই ব্যক্তি। অভিযোগের প্রেক্ষিতে, কীর্ণাহার থানার ওসি আসরাফুল শেখকে সরালেন এসডিপিও। কীর্ণাহার থানার নতুন ওসি হলেন জয়ন্ত দাস।
+ There are no comments
Add yours