কথা রাখলেন ……………………….শুভেন্দু অধিকারী
বিরোধী দলনেতা হিসেবে নিজের যে বর্ধিত বেতনের টাকা পান সেই টাকা শুক্রবার বিধানসভায় সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের হাতে তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, ‘‘পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিল যা বর্তমানে কার্যকর করেছে সরকার। কেন্দ্রীয় হারে ন্যায্য মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের অনশন অবস্থান মঞ্চে কয়েক মাস আগে আমি গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের কাছে ইচ্ছা প্রকাশ করেছিলাম যে বিরোধী দলনেতা হিসেবে যে বাড়তি বেতনের টাকা আমি পাব সেটা সংগ্রামী যৌথ মঞ্চকে দিতে চাই। তারা আমার সেই প্রস্তাব সেদিন গ্রহণ করেন।’’
কিন্তু বিরোধী দলনেতার কেন এই সিদ্ধান্ত? শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘আমার তরফে সামান্য অনুদানের মাধ্যমে যাতে আইনি প্রক্রিয়ায় যে বিপুল খরচ তার কিছুটা সুরাহা হয় সেই কারণেই আমার বর্ধিত বেতনের ৪০ হাজার টাকা আন্দোলনকারীদের তহবিলে যতদিন আমি বর্ধিত বেতন পাব ততদিন সেই টাকা আমি তাদের তহবিলে দিয়ে যাব। আমি সংগ্রামী যৌথ মঞ্চের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার প্রস্তাবকে সমর্থন করেন।’’
সেই মত শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে প্রাপ্য বাড়তি বেতনের ৪০ হাজার টাকার চেক এদিন সংগ্রামী যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারি পরিষদের প্রতিনিধিদের হাতে তুলে দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এও বলেন, ‘‘আমি বিরোধী দলনেতা হিসেবে কেন্দ্রীয় হারে ন্যায্য মহার্ঘ্য ভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করছি এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াইয়ে পাশে থাকবো।’’
বিরোধী দলনেতা হিসেবে যতদিন তিনি বর্ধিত বেতন পাবেন, সেই টাকা প্রতি মাসে আইনি লড়াইয়ের খরচ বাবদ আন্দোলনকারীদের তহবিলে তুলে দেব বলেও আরও একবার এদিন ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।