ভাদ্রের প্যাচপ্যাচে গরমের মধ্যেই বৃষ্টি কমার ইঙ্গিত। আবহাওয়া দফতর সূত্রের খবর, বুধবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। ভারী বৃষ্টি হবে উত্তরের কিছু জেলায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের নিম্নচাপ এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। বৃহস্পতিবারের মধ্যে ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহার ,উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে নিম্নচাপ। এর ফলে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে। তবে এর প্রভাবে বাংলায় বৃষ্টি হওয়ার আশঙ্কা কমই। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মূলত পশ্চিমের জেলাগুলিতে। মাঝারি বৃষ্টির সর্তকতা রয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান , বীরভূম জেলাতে। পশ্চিমের দিকের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলাতে। পরশু শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর দিনাজপুরে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author