ধাপার মাঠপুকুর এলাকায় রাসায়নিক কারখানায় আগুন লাগে। সকাল ১১ টা নাগাদ আগুন লাগে বলেই সূত্রের খবর। কয়েক মিনিটের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। ১১:২৫ নাগাদ দমকলের কাছে আগুন লাগার খবর আসে । ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। মাঠ পুকুরের মবিল কারখানায় আগুন লাগে।
কিন্তু এই আগুন কিভাবে লাগল কারখানাতে? তার সূত্র মারফত জানা যায় স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের কারখানা হওয়া সত্ত্বেও নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না।দীর্ঘদিন এই কারখানা বন্ধ ছিল। এলাকাটি অনেক জনঘন বসতি পূর্ণ হওয়ায় চারিদিকে আগুন অনেক তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তবে যথাযথ সময়ে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভয়াবহ এই আগুনে গোটা এলাকা কালো ধোঁয়াতে ঢেকে যায়। প্রচন্ড পরিমাণে ধোয়ার জন্য দমকল কর্মীদের সেই জায়গায় পৌঁছতে কিছুটা সময় লেগে যায়।তবে দমকল কর্মীরা পুরো দমে চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য।