কলকাতার বুকে আর যাত্রী নিয়ে ছুটবে না ট্রাম, ১৫০ বছরের ইতি।বড় সিদ্ধান্ত সরকারের

#KolkataTram#EndOfAnEra#PublicTransport#HeritageTram#TransportMinister#SnehashisChakraborty#TramService#HistoricalDecision#UrbanTransport#CalcuttaTramUsersAssociation#150Years#CityTransport#trafficmanagement#asianews#asianewslive

দেশের একমাত্র শহর হিসেবে এখনও ট্রাম চলে কলকাতায়। তবে আর যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত থাকবে না ট্রাম। দেড়শ বছর পর ট্রামের চাকা বন্ধ হল।শহরে ট্রাম পরিষেবা নিয়ে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা চলছে। সেখানেই রাজ্য সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। এই আবহে ট্রামকে কার্যত তুলে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের।কলকাতার রাস্তায় এখন আর মাত্র ২টো রুটেই চলে ট্রাম। তবে সেই দুই রুটেও এবার ট্রাম চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য সরকার। পরিবহণ মন্ত্রী জানান, এবার থেকে শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য চলবে একটি ট্রাম। এছাড়া শহরের বুকে বিছিয়ে থাকা ট্রামলাইনগুলি এবার তুলে ফেলা হবে।
রিপোর্ট অনুযায়ী, দেশের একমাত্র শহর হিসেবে এখনও ট্রাম চলে কলকাতায়। বর্তমানে কলকাতার বুকে ২টি রুটে চলত ট্রাম। একটি ছিল বালিগঞ্জ-ধর্মতলা, অপরটি শ্য়ামবাজার-ধর্মতলা রুট। তবে এই দুই রুটেও যাত্রী পরিবহণ বন্ধ হবে ট্রামের। এই আবহে এবার কার্যত বন্ধ হওয়ার মুখে ট্রাম পরিষেবা। আর কলকাতার মনে এবং ইতিহাসের পাতাতেই থেকে যাবে ট্রাম। এই নিয়ে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘এসপ্লানেড থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে। যাঁরা কলকাতায় আসবেন তাঁরা চাপবেন। একটি জনস্বার্থ মামলা চলছে। কোর্টও জানতে চেয়েছে আমাদের সিদ্ধান্ত। বাকি কোনও রুটে ট্রাম চলবে না। লাইনও তুলে ফেলব। রাস্তা বাড়েনি। যান বেড়েছে। তাই যানজট হচ্ছে। এভাবে ট্রান চালানো অসম্ভব।’
যানজট এবং দুর্ঘটনা এড়াতেই ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত বলে জানালেন পরিবহণমন্ত্রী। এদিকে পরিবহণ দফতর সূত্রে খবর, ছোটগাড়ির দুর্ঘটনা এরাতে শহরের বুকে থাকা ট্রামলাইন গুলোও তুলে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। শুধুমাত্র হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রামের জয়রাইড চলবে পর্যটকদের জন্যে।

প্রসঙ্গত, শহরে ট্রাম পরিষেবা চালু রাখার দাবিতে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। সেই মামলায় রাজ্যের সিদ্ধান্ত জানতে চায় আদালত। এই আবহে এবার ১৫০ বছরের ঐতিহ্যের চাকা বন্ধের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে রাজ্য সরকার।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author