কলকাতা পুলিশ কমিশনারের পদ হারাতে চলেছেন বিনীত গোয়েল। পরবর্তী সি পি হিসেবে কে পরবেন সম্মানের ব্যাজ?
বেশ কয়েক সপ্তাহ ধরেই প্রশাসনিক মহলে সিপির বদল নিয়ে জোর জল্পনা চলছিল। সোমবার সিপির পদত্যাগ নিয়ে জুনিয়র চিকিৎসকদের মিছিল আন্দোলন চলছিল। এছাড়াও সিপির সঙ্গে বৈঠক করেন তার পদত্যাগ চেয়ে তাকে একটি স্মারকলিপি জমাও দেওয়া হয়। বিরোধী রাজনৈতিক দলগুলির নিশানায় তো ছিলেনই, এমনকী তৃণমূল কংগ্রেসের সাংসদ শুখেন্দু শেখর রায় তাঁর গ্রেফতারির দাবি করে বসেছিলেন। জোর চর্চার কেন্দ্র বিন্দুতে রয়েছেন এখন বিনীত গোয়েল। তাহলে কলকাতার নতুন সিপি কে হচ্ছে? প্রশাসনিক মহলে তিনজন আপাতত রয়েছে এই চর্চায়।তাঁরা দীর্ঘ দিন ধরে রাজ্য পুলিশের নানা শীর্ষ পদে রয়েছেন। রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। রাজ্যের প্রশাসনিক প্রধানের ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকরাই মূলত থাকেন এই দুই পদে। এই তালিকায় আপাতত তিন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক আছেন।
এখন এডিজি সিআইডি পদে রয়েছেন ড. রাজারাম রাজশেখরন। সিপিএমের শাসনকালের শেষ দিকে বর্ধমানের পুলিশ সুপার ছিলেন।১৯৯৭ ব্যাচের আই পি এস আর রাজশেখরন।১৯৯৩ ব্যাচের আইপিএস পীযূষ পাণ্ডে ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর সিকিউরিটি, পদে আছেন। তিনিও একসময় বর্ধমানের এসপি ছিলেন।এর পাশাপাশি দক্ষিণবঙ্গে এডিজি পদে রয়েছেন সুপ্রতিম সরকার ।সুপ্রতিম সরকার ১৯৯৭ ব্যাচের আইপিএস।আর রাজ শেখরন ও সুপ্রতিম সরকার একই ব্যাচের আইপিএস । তবে সুপ্রতিম সরকারের কলকাতা পুলিশের অভিজ্ঞতা যথেষ্ট ভালোমতোই রয়েছে। নতুন পুলিশ কমিশনারের পদে এই তিনজন মূলত প্রশাসনিক মহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে বর্তমানে।নতুন পুলিশ কমিশনারের তালিকায় সব থেকে জল্পনা ছড়িয়েছে আর রাজশেখরনের নাম নিয়ে।তবে সরকারিভাবে এখনো কোনো নাম ঘোষণা করা হয়নি।