কল্যাণী JMM-র ৪১ পড়ুয়ার সাসপেনশনে স্থগিতাদেশ হাইকোর্টের, ক্লাস করার অনুমতি
থ্রেট কালচারের অভিযোগে কল্যাণী জেএমএম মেডিক্যাল কলেজের ৪১ জন পড়ুয়াকে সাসপেন্ড করেছিল কর্তৃপক্ষ। এবার সেই সাসপেনশনে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, এর আগে আরজি কর, উত্তরবঙ্গ এবং বর্ধমান মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে অভিযুক্তদের সাসপেনশনে স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। আর এবার কল্যাণীর জেএমএম মেডিক্যাল কলেজ। থ্রেট কালচারে অভিযুক্ত ৪১ ডাক্তারি পড়ুয়াকে ক্লাস করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। তবে তারা কলেজে ঢুকতে পারলেও হস্টেলে থাকতে পারবেন না। একইসঙ্গে, ৪১ পড়ুয়া হাউস স্টাফ হিসেবে ডিউটি করতে পারবে বলে অনুমতি দিয়েছে হাইকোর্ট।
এই মামলায় সাসপেনশন হওয়া পড়ুয়াদের পক্ষে দাঁড়িয়েছিলেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে মঙ্গলবার এই মামলার শুনানি হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কারণ শীতকালীন অধিবেশনের জন্য সংসদে যোগ দিতে দিল্লিতে রয়েছেন কল্যাণ। তবে দেখা যায় সেই কাজ মিটিয়ে বিকেলে ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণ করেন আইনজীবী। শুনানি শেষে বিচারপতি সাসপেনশনের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। আগামী ৮ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।
+ There are no comments
Add yours