কানাডায় জামিন পেল খলিস্তানি জঙ্গি অর্শদীপ দাল্লা, ভারতের প্রত্যর্পণ দাবিতে অটল
কানাডার আদালতে জামিন পেয়েছেন কুখ্যাত খলিস্তানি জঙ্গি অর্শদীপ দাল্লা। গত অক্টোবর মাসে গ্রেপ্তারের পর, অর্শদীপকে ৩০ হাজার ডলারের বন্ডে জামিন দেওয়া হয়, যদিও ভারত তার প্রত্যর্পণ দাবি করছে। ভারতের প্রশাসন একাধিকবার কানাডা সরকারের কাছে অর্শদীপের প্রত্যর্পণ দাবি করেছিল, কিন্তু জামিন মঞ্জুর করা হয়েছে।
অর্শদীপের বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা রয়েছে, যার মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ এবং পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সঙ্গে সম্পর্কের অভিযোগ রয়েছে। হরদীপ সিং নিজ্জরের পর, খলিস্তান টাইগার ফোর্সের নেতৃত্ব অর্শদীপের হাতে রয়েছে বলেই মনে করা হয়।
অর্শদীপের জামিন মঞ্জুর হলেও, ভারতের তরফ থেকে তার প্রত্যর্পণ দাবি অব্যাহত থাকবে
+ There are no comments
Add yours