কালী পুজোর আগে উত্তরবঙ্গে বিপুল পরিমাণে কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার
কোটি টাকারও বেশি মূল্যের বিপুল পরিমাণ সোনার বিস্কুট পাচার হওয়ার আগে আটকে দেয় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের শিলিগুড়ি শাখার আধিকারিকরা। ধৃতের নাম গৌরব কুমার সাহা। বয়স ১৯বছর । ধৃতের বাড়ি অসমের ধুবরিতে।পাচারকারীরা শিলিগুড়িকে মূল করিডর করে কোটি কোটি টাকার বিদেশি সোনা পাচার করা হয়। ঐ ধৃত ব্যক্তিকে তল্লাশি চালিয়ে কোটি টাকারও বেশি মূল্যের ১৯টি সোনার বিস্কুট উদ্ধার হয় তার কাছ থেকে। ওই উদ্ধার হওয়া বিস্কুটের কোনরকম কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃত ঐ ব্যক্তিকে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ঐ ধৃত ব্যক্তিকে ৪ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। পরবর্তীতে জানা যায় উদ্ধার হওয়া সোনার বিস্কুটে টোটাল ওজন ১ কেজি ২১৫ গ্রাম ৪ বর্তমান বাজার মূল্য ১ কোটি ৭২ লক্ষ ৫৭ হাজার ৯৬৬ টাকা। সূত্রের খবর অনুযায়ী ধৃত ব্যক্তি কে জিজ্ঞাসাবাদ করায় কিছু পাচারের সাথে যুক্ত স্বর্ণ ব্যবসায়ীর নাম উঠে এসেছে।