কাশফুল জানান দিচ্ছে ‘মা’ আসছেন। কিন্তু কাশফুল পুজোয় লাগেনা। কেন লাগে না জানেন কী?

#KashFul#Mahalaya#DurgaPuja#Sharadiya#BengaliFestival#FestiveMessage#NatureBeauty#BengaliHeritage#PandalDecor#GoddessDurga#Autumn#CulturalUnity#asianews#asianewslive

কাশ ফুলের সমাহার ও ঢ়াকে কাঠি করার মধ্য দিয়ে ভেসে আসে আগমনী বার্তা৷ প্রকৃতি যেন গন্ধ ছড়িয়ে দেয়ায় গোটা মর্তলোকে৷ সেই আনন্দ মুখর দিনের অপেক্ষায় গোটা রাজ্যবাসী৷ প্রতিটি বাঙালির জন্য একটি বিশেষ এবং শুভ উৎসব৷ এটি সমগ্র সম্প্রদায়কে একত্রিত করে৷ মানুষের রাগ, অভিমান, ঝগড়া, দুঃখ সব ভুলিয়ে দেয়৷

প্রতিবছর মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার সূচনা হয়৷ ঢাকের আওয়াজ থেকে শুরু করে ’’শিউলি’’ ও ’’কাশ’’ ফুল থেকে কুমোরটুলির মাটির প্রতিমা এবং রাস্তায় জনস্রোত৷ প্রতিটি বাঙালি এই সংকেতগুলির সাথে অনুরণন করতে পারে যে দুর্গাপূজা একদমই দ্বারে এসে দাঁড়িয়েছে৷ শুধু দরজা খুলে ঢোকার পালা৷ তবে কাশফুল সম্বন্ধে একটু না বললেই চলে না৷ এটি ভারতীয় উপমহাদেশের সাদা রঙের ঘাস জাতীয় একটি ফুল৷ সাধারণত ভারত, বাংলাদেশ, নেপাল এবং ভুটানে জন্মায় কাশ ফুল৷ শরৎ কালে ফোটে এই ফুল৷ শরতের কাশফুল এবং শারদীয়া দুর্গা পূজা পরস্পরের পরিপূরক৷ এই ফুল ফুটলে মানুষ বুঝতে পারে শরৎ আগত৷ আর শরৎকাল আসা মানেই মা আসছেন…৷ শরতের কাশফুলের সাদা শুভ্রতা আর তার সঙ্গে ঢাকের আওয়াজ মনে করিয়ে দেয় দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনী বার্তার কথা৷ হিন্দু পুরাণ অনুযায়ী, মা দূর্গা আসে কাশফুলকে সঙ্গী করে৷ কিন্তু জানেন কি কাশফুল পুজোর বার্তা বইয়ে আনলেও এই ফুল পুজোয় কাজে লাগেনা। এর কারণ জানিয়েছেন বিশিষ্ট পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায়।

তিনি বলছেন, দেবীর পুজোর জন্য বিভিন্ন ধরনের ফুল ব্যবহার করা হয়। যার মধ্যে পদ্মফুল, শিউলি ফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কাশফুল কোনওভাবেই ব্যবহার করা হয় না। কারণ কাশফুল আদতে পুজোর যোগ্য কোনও ফুলই নয়। কাশফুল হচ্ছে এক ধরনের ঘাসের থেকে সৃষ্ট ফুল। এটি ঘাসফুল। এটি কে তাই পুজোতে ব্যবহার করা যায় না।
এছাড়াও পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায় বলেছেন কাশফুল মূলত ছন গোত্রীয় এক ধরনের ঘাস। কিন্তু যে কোনও দেবদেবীর পুজোতে ব্যবহার করা হয় ফুলের। ঘাস হিসেবে শুধুমাত্র দূর্বার ব্যবহার দেখা যায়। তাছাড়াও আমপল্লব, বেলপাতা, তুলসী পাতা ব্যবহার করা হয়। তবে এই কাশ ফুল মন্ডপ সাজানোর কাজে লাগে। অনেক জায়গাতেই আমরা দেখতে পাই যে মন্ডপ সজ্জার কাজে এই কাশ ফুলকে দিয়ে মন্ডপ সজ্জা করা হয়েছে কিন্তু দেবীর চরণে দেওয়া যায় না।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author