কেউ হাততালি দেবেন না’, আরজি কর কাণ্ডের প্রতিবাদে কনসার্টে এ কী করলেন শ্রেয়া?
বর্তমানে কলকাতার বুকে কনসার্ট বাতিল করছেন অনেকেই। উৎসবের না ফেরার প্রতিশ্রুতিও নিয়েছেন অনেকে। তবে শ্রেয়া ঘোষাল এমন পরিস্থিতিতেই করলেন কনসার্ট। আর সেই কনসার্টে যে ছাপ রেখে গেলেন, তা সাধারণের মনে দাগ কেটে গিয়েছে।
১৯ অক্টোবর, শ্রেয়া ঘোষালের এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে কনসার্টের কথা জানা ছিল সকলের। প্রতিবারের মতো এবারও গায়িকার গান শুনবেন বলে উপচে পড়া ভিড় জমে স্টেডিয়ামে। আর মধ্যরাত থেকেই সেই কনসার্টের ভিডিয়ো ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেল শ্রেয়াকে নিয়ে। কী এমন ঘটে এদিন সন্ধ্যায়? বর্তমানে কলকাতার বুকে কনসার্ট বাতিল করছেন অনেকেই। উৎসবের না ফেরার প্রতিশ্রুতিও নিয়েছেন অনেকে। তবে শ্রেয়া ঘোষাল এমন পরিস্থিতিতেই করলেন কনসার্ট। আর সেই কনসার্টে যে ছাপ রেখে গেলেন, তা সাধারণের মনে দাগ কেটে গিয়েছে।
প্রতিবারের মত এবার আর কনসার্টে তিনি তাঁর শেষ গানটা ‘মেরে ঢোলনা’ গাইলেন না। বরং সেই মুহূর্তটাই পাল্টে দিলেন গায়িকা। ধরলেন তিলোত্তমার প্রতিবাদে গান। গান গাইবার আগে, সকলকে অনুরোধ করলেন, এরপর যেন কেউ আর হাততালি না দেন। তিনি গান শেষ করেই মঞ্চ ত্যাগ করলেন। শ্রেয়ার এই প্রতিবাদ দেখে মুগ্ধ সকলেই।
+ There are no comments
Add yours