আবারও সেই ট্রেন দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস জানা গিয়েছে, ডিব্রুগড় এক্সপ্রেসের ১০ থেকে ১২টি কামরা লাইনচ্যুত হয়ে যায় বৃহস্পতিবার দুপুরে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে এমনই মর্মান্তিক দুর্ঘটনা।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন রেল কর্তৃপক্ষও তদন্ত করছে দ্রুত। কেন এমন ঘটনা?

প্রাথমিক ভাবে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আচমকা বিকট শব্দ শুনতে পান যাত্রীরা। পরক্ষণেই বেলাইন হয়ে যায় একের পর এক কামরা, হুড়মুড় করে একটার পরে একটা কামরা উঠে পরে।শিউরে ওঠার মতো ছবিটা, যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসতে শুরু করে। দেশের একের পর এক ট্রেন দুর্ঘটনায় হতবাক জনগন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রেল মন্ত্রককে তিনি প্রশ্ন করেন ‘যাত্রী-সুরক্ষা আর কবে নিশ্চিত করতে পারবে রেল?’

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author