কেরিয়ারের শুরুতে মিলেছিল ‘অপয়া’ তকমা, একাধিক সিনেমা থেকে বাদ পড়েন বিদ্যা
বড় পর্দায় নিজের জনপ্রিয় ‘মঞ্জুলিকা’ চরিত্র নিয়ে ফিরেছেন বিদ্যা বালান। ‘ভুল ভুলাইয়া ৩’ কাঁপাচ্ছে বক্স অফিস। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী এই ইন্ডাস্ট্রিতে তাঁর প্রথম দিকের সময়ের কথা জানান। ৪৫ বছর বয়সি অভিনেত্রীর মুখে শোনা যায়, তাঁর মালয়ালি ছবির কাজ বন্ধ হয়ে যাওয়ার পর তাঁকে ‘অপয়া’ বলেও দাগিয়ে দেওয়া হয়েছিল।
সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা জানান তাঁর কেরিয়ারের শুরুর দিকের স্ট্রাগলের কথা। শুরুতে তাঁকে একাধিক প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান অভিনেত্রী। এই বাদ দেওয়ার বা বাতিল করে দেওয়ার মাত্রা তখন অনেকটাই ‘বেশি’ ছিল বলে দাবি অভিনেত্রীর। এর কারণ তখনও তিনি কেরিয়ারের বড় ব্রেকটি পাননি। বিদ্যা বলেন, ‘আমি একটা মালয়ালি ছবির শুটিং শুরু করেছিলাম। সেটা হঠাৎই মাঝ পথে বন্ধ হয়ে যায়। সকলে বলেন, ‘না না, এই মেয়েটাই অপয়া। যবে থেকে ও ছবির সঙ্গে যুক্ত হয়েছে, তবে থেকে সমস্যা শুরু হয়েছে এবং এখন ছবিটাই বন্ধ হয়ে গিয়েছে’।’
‘অপয়া’ তকমা গায়ে সেঁটে যাওয়ার পর একাধিক ছবি থেকে বাদ পড়তে শুরু করেন তিনি, জানান বিদ্যা। স্বাভাবিকভাবেই যার নেতিবাচক প্রভাব পড়ে অভিনেত্রীর উপর। অভিনেত্রী বলেন, ‘এমনটা লোকের মুখে শুনলে নিজের প্রতি সংশয় তৈরি হয়। মনে হয়, ‘আচ্ছা, আমি সত্যিই অপয়া নই তো?’ অদ্ভুত নিরাপত্তাহীনতা কাজ করতে থাকে এবং মনে হয় কোনওদিনও স্বপ্নপূরণ হবে না। মনে হতে থাকে ওটাই সবচেয়ে কঠিন সময় ছিল আমার জন্য।