কোনও রাজনৈতিক দলই নিষিদ্ধ হচ্ছে না বাংলাদেশে, চাপের মুখে পিছু হঠল ইউনূস সরকার?

আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল বাংলাদেশে। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা ছাড়া জামায়াতে শিবিরও আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবি করেছিল। তাদের দাবি মেনেই আওয়ামি লিগকে নিষিদ্ধ করতে আইনি পথে হাঁটতে চেয়েছিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু তা থেকে পিছিয়ে এল।

বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ ব্যবস্থা গ্রহণের জন্য আইন সংশোধনের প্রস্তাব এনে খসড়া তৈরি হয়। শেষ পর্যন্ত ওই প্রস্তাব বাদ দিয়ে সেই ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন অধ্যাদেশ ২০২৪’–এর খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। খসড়ায় কোনও দলকে নিষিদ্ধ করার বিধান থাকছে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবারই আইন উপদেষ্টা জানান, তাঁরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার ক্ষমতা দিতে চান। এ জন্য ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করার কথাও বলেন তিনি। সেই মতোই বিভিন্ন মানবাধিকার সংগঠন, আইনজীবী এবং আরও অনেকের মত নিয়েই একটি খসড়া করা হয়। এ নিয়ে বুধবার মহম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা করা হয়। সেখানেই খসড়াটি সংশোধন করে গৃহীত হয়েছে বলে জানিয়েছেন আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, ‘আমরা যে অধ্যাদেশের সংশোধনী করেছিলাম, সেখানে সংগঠনকে শাস্তি দেওয়ার বিধান ছিল। তাতে বলা হয়েছিল, ট্রাইব্যুনাল যদি মনে কোনও সংগঠনকে শাস্তি দেওয়ার যদি প্রয়োজন, তাহলে তারা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবে।’ কেন এই বিধান গ্রহণ করা হয়নি তার কারণও জানিয়েছেন তিনি। তাঁর মতে, আন্তর্জাতিক অপরাধ দমন আইনে কোনও রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধ করার সুপারিশ থাকলে ভুল বার্তা যাবে বলে মনে করছেন একাধিক উপদেষ্টা। কোনও দলকে নিষিদ্ধ করার প্রশ্ন এলে এই আইন প্রশ্নের মুখে পড়বে। তাঁরা সেই সুযোগ দিতে চান না। তাই ওই বিধান বাতিল করা হয়েছে।
তিনি জানিয়েছেন, কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দরকার হলে নির্বাচনী আইন-সহ অন্য যে আইন আছে তা মেনেই করা হবে। আসিফ নজরুল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশে এই বিধানটি না থাকলেও দেশে অন্যান্য আইন আছে। সেটার এবং রাজনৈতিক দলগুলির ঐকমত্যর ভিত্তিতে বিবেচনা করে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author