খড়্গপুরে গণেশ পুজোয় চরম উন্মাদনা ভক্তদের মধ্যে
#GaneshChaturthi#KharagpurCelebrations#DevoteeEnthusiasm#ThemePuja#FestivalFever#KharagpurEvents#GaneshPuja2024#PujaThemes#CommunityCelebration#festivalsecurity
আজ গনেশ চতুর্থী খড়্গপুরে এই গণেশ পূজা উপলক্ষে ভক্তদের উন্মাদনা চরম তুঙ্গে। কোথাও থীমের পুজো হচ্ছে তো কোথাও সাবেকিয়ানাই সেজে উঠেছে মন্ডপ। পুজোর বিভিন্ন মন্ডপে ভক্তদের উপচে পড়ছে ভিড়। ছোট বড় প্রায় সব মিলিয়ে একশোরও বেশি পুজো হচ্ছে খড়্গপুরে।খড়গপুরে খরিদা গুরুদুয়ারা এলাকায় সাইন স্টার বয়েজ ক্লাবের উদ্যোগে এ বারের থিম ইজিপ্টের পিরামিড। প্রায় ১০ লক্ষ টাকা বাজেট। তাদের এই পুজো মন্ডপে যথেষ্ট দশণার্থীদের ঢল নামবে বলে মনে করছে উদ্যোক্তারা।
খড়গপুর শহরের রাবণ পোড়া মাঠে আজাদ বয়স ক্লাবের উদ্যোগে এবারে তৈরি হয়েছে মন্দির। হচ্ছে। বাজেট প্রায় ৮ লক্ষ টাকা। মন্ডপের পাশে মেলার আয়োজন করা হয়েছে। মণ্ডপ থেকে ভোগ বিতরণের ব্যবস্থাও থাকছে।
খড়্গপুরে এরকম একাধিক বিভিন্ন ক্লাবের উদ্যোগে গণেশ পূজার আয়োজন করা হয়েছে, বিভিন্ন থিমের উপর সেজে উঠেছে এই মন্ডপগুলি। মণ্ডপের পাশে মেলার আয়োজন করা হয়েছে এমনকি মণ্ডপ থেকে পুজোর প্রসাদ বিতরণ ব্যবস্থা করা হয়েছে। গণেশ পুজোয় এ বার কড়া নিরাপত্তায় মোড়া রেল শহর। মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে দুটি উইনারস টিম থাকছে, যারা এলাকায় নজরদারি চালাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে নজর রাখতে লাগানো হয়েছে সিসিটিভি।