খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতিতে যত বেলা বাড়ছে ততই অশান্তির আঁচ বাড়ছে। তমুল উত্তেজনা শুরু হয়ে যায়। পঞ্চায়েত সমিতির স্থায়ী সদস্যদের মারধর করে, এমনকি পঞ্চায়েত সমিতির সভাপতির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পঞ্চায়েত সমিতির চত্বরে ঐ সমিতির সদস্যরা ক্ষভে ফেটে পড়েন। ওই পঞ্চায়েত সমিতির এক সদস্য তাপস ঘোষ বলেন পঞ্চায়েত অফিসে একটি মিটিং এর আয়োজন করা হয় সেখানে সেই মিটিং বানচাল করার জন্য নইমুল, বাদশা, সমিতির ভিতরে ঢুকে সবাইকে মারধর করে জামা টেনে হিঁচড়ে ছিড়ে ফেলে জিনিস ভাঙচুর করে,তিনি আরো বলেন, পঞ্চায়েত সমিতিতে আজকে মোট ২২ জন কর্মী পদত্যাগ করেছিলেন সেইজন্য SDO ম্যাম হেয়ারিং ডেকেছিল , একটি চিঠির মাধ্যমে তা জানানো হয় সেই জন্যই তারা আজকে এই মিটিংয়ে উপস্থিত হয়েছিল, সমিতির ভিতর ঢুকে তারা মোট ২২ জনকে বেধড়ক মারধর করে। এ অবস্থায় পুলিশ তৎপর সেই ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করে এবং সমিতির সামনে জমায়েত সকলকে সরে যাওয়ার জন্য মাইকিং করেন ।