গত দশ বছরে সিবিআই কোন তদন্তই শেষ করতে পারেনি…সিবিআই কে উদ্দেশ্য করে অভিষেকের পোস্ট
#rgkarmedicalcollege#juniordoctors#justicefordoctors#healthcaresafety#AbhishekBanerjee#CBIInvestigation#MedicalCommunity#Protest#WestBengal#currentaffairs#asianews#asianewslive#TMC
আরজি কর কাণ্ডে বিচার চেয়ে আন্দোলন জারি রেখেছে চিকিৎসকেরা। বৈঠকে বসতে চেয়ে ইতিমধ্যেই মুুখ্যসচিবকে ফের ইমেল করেছে জুনিয়র ডাক্তাররা। কারণ তাঁদের বক্তব্য, ‘চতুর্থ ও পঞ্চম দাবি এখনও পূরণ হয়নি। হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সরকারি মেডিক্যাল কলেজগুলি থ্রেট কালচার বন্ধ করতে হবে।’
এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ডাক্তারদের কর্ম বিরতি তুলে নেওয়া দরকার,যেহেতু সরকার তাদের দাবিগুলি মেনেে নিয়েছে।
এর পাশাপাশি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআইকে উদ্দেশ্য করে লেখেন, ‘আরজি করের ঘটনায় সিবিআইকে জবাবদিহি করা এবং কোনও অপরাধীই যাতে রেহাই না পায় তা নিশ্চিত করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত শাস্তি দেওয়া উচিত। সিবিআইয়ের রেকর্ড নিজেই কথা বলে। গত ১০ বছরে তারা একটি তদন্তও শেষ করতে পারেনি। ন্যায়বিচার বিলম্বিত হওয়া মানে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়া।’
যদিও সরকার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সব দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে সাফ সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।