আবহাওয়ার উন্নতি হওয়ার পরে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন মৎস্য বন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়।
রবিবার দিন গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে পাথর প্রতিমার এল প্লট থেকে এফ বি দশভুজা শাসক একটি ট্রলার 14 জন মৎসজীবী নিয়ে বঙ্গপোসাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পাথরপ্রতিমার বাঘের চরের কাছে উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারের পাটাতন ফুটো হয়ে ট্রলারের মধ্যে জল ঢুকতে থাকে। এরপর ট্রলার এর মধ্যে জল বাড়তে থাকায় মুহূর্তের মধ্যে ট্রলার টি ডুবে যায়। প্রাণ বাঁচানোর জন্য ঐ ট্রলার থেকে গভীর সমুদ্রে ঝাঁপ দেয় মৎসজীবী রা। সমুদ্রের মধ্যে থেকে সাহায্যের জন্য মৎসজীবি রা চিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে সাহায্যের জন্য এগিয়ে আসে আশপাশ থেকে কয়েকটি ট্রলার। তাদের সহযোগিতায় ওই 14 জন মৎস্যজীবীকে উদ্ধার করা গেছে। এরপর ওই মৎস্যজীবীদের নামখানা মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালএ