গুজরাটে ভয়াবহ বন্যা পরিস্থিতি একাধিক গ্রাম বন্যা কবলিত। আরো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

#IndiaFloods#GujaratFloods#TripuraFloods#Monsoon2024#HeavyRainfall#FloodAlert#WeatherUpdate#NaturalDisaster#GujaratRain#FloodRescue#RainySeason#ClimateCrisis#FloodWarning#WeatherEmergency#DisasterRelief

#asianews

সারা ভারত জুড়ে বর্তমানে বৃষ্টিপাতের বিরাম নেই৷ ত্রিপুরাতে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে৷ এবার পশ্চিম ভারতের গুজরাটেও বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে।

বিগত তিন দিনের একটানা বৃষ্টিপাতের ফলে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে৷ বুধবার, টানা চতুর্থ দিনে রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে৷

ফলে গুজরাটের বিভিন্ন অংশ বন্যা কবলিত হয়ে পড়েছে৷ বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ১৭৮০০ লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷

রবিবার মরবি জেলার হালভাদ তালুকের অন্তর্গত ধাওয়ানা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটে৷ উপচে যাওয়া একটা ব্রিজ পার হওয়ার সময় এক ট্রাক্টর নিঁখোজ হয়ে গিয়েছে৷

এমনকি ভাদোদরায় বৃষ্টি কমে যাওয়ার পরও বিশ্বামৈত্রী নদীর পার ভেঙে যায়৷ এর ফলে শহরের বিস্তীর্ণ নিচু অংশ প্লাবিত হয়েছে ।

অন্যদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ এখনও কোনও রকম স্বস্তির খবর শোনায়নি৷ বরং জানানো হয়েছে আগামী বেশ কয়েকদিনে গুজরাতের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author