ঝারগ্রামে জামবনির কাপাসি গ্রামে খাবারের সন্ধানে সেই গ্রামে ঢুকে একটি দলছুট দাঁতাল হাতি একাধিক বাড়ি ভেঙে তাণ্ডব চালালো। শুক্রবার ভোর রাতে খাবারের সন্ধানে ঢুকে পড়ে সেই গ্রামে। গ্রামের লোকজন বুঝতে পারে গ্রামে হাতি ঢুকেছে। এরপর গ্রামবাসী হাতিটিকে গ্রাম থেকে সরানোর জন্য চেষ্টা করে। কিন্তু ওই দল ছুট হাতিটি খাবারের সন্ধানে একাধিক বাড়িতে ঢুকে ভাংচুর করে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দেয় , গোটা গ্রামে রীতিমতো তাণ্ডব চালিয়ে বেড়ায় সেই দিন ভোর রাত্রে। ঐ গ্রামে তান্ডব চালিয়ে শুক্রবার দিন সকালে স্থানীয় জঙ্গলের দিকে চলে যায় ওই পূর্ণ বয়স্ক দাতাল হাতিটি। যার ফলস্বরূপ ওই গ্রামে হাতির হামলার আশঙ্কা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের তরফ থেকে খবরটি বনদপ্তরে জানানো হয়, খবর পেয়ে ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা পৌঁছয়। বনদপ্তরের কর্মীরা সেই পরিস্থিতি খতিয়ে দেখে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণে দেওয়ার আশ্বাস দিয়েছে। এর পাশাপাশি বনদপ্তরের পক্ষ থেকে ঐ গ্রামবাসীদের সকলকে সতর্ক সজাগ থাকার পরামর্শ দিয়েছে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author