গ্রীষ্মকালে আমরা সবাই বৃষ্টির অপেক্ষায় থাকি। কিন্তু সেই বৃষ্টিই প্রাণ কাড়লো ১৫০০ মানুষের। ভয়ংকর তথ্য

গরম পড়লেই আমরা অপেক্ষা করি কবে বৃষ্টি আসবে! আমাদের দেশের জলবায়ুর সঙ্গে চাষবাসের সরাসরি যোগাযোগ রয়েছে। তাই চাষবাসের জন্য খুবই প্রয়োজন বৃষ্টিপাত।

কিন্তু এই এই বৃষ্টিপাতই শুধু চলতি বছরের প্রথম ৯ মাসে দেশের ১৪০০ জন মানুষের প্রাণ নিয়েছে, এমনই তথ্য আবহাওয়া দফতরের ।
প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে বন্যা এবং বৃষ্টিপাতের ফলে প্রাণ গেছে ৮৯৫ জন মানুষের। আর বাকি ৫৯৭ জনের মৃত্যু হয়েছে প্রবল ঝড় এবং বজ্রপাতের কারণে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এই বছর ৫২৫টি ভারী বৃষ্টির ঘটনা ঘটেছে । বৃষ্টির পরিমাণ ছিল (১১৫.৬ থেকে ২০৪.৫ মিমি)। যা গত পাঁচ বছরে সর্বোচ্চ, সেই সঙ্গে ৯৬টি অতিভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে।(২০৪.৫ মিমির বেশি বৃষ্টিপাত হয়েছে )
বৃষ্টিপাত যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই পরিসংখ্যান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা প্লাবিত হয়েছে। আর তার মধ্যে এই ভয়াবহ পরিসংখ্যান।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author