ঘন ও লম্বা চুল পেতে আর স্পা নয়, সস্তার এই মশলা পাতার ঘরোয়া সিরামেই খুশকি পালাবে চিরতরে
রান্নায় সুগন্ধ ও স্বাদ বৃদ্ধি করতে তেজপাতার ব্যবহার অপরিহার্য। বিশেষ কিছু রান্নায় ফোড়ন হিসেবে এর জুড়ি নেই। তবে শুধু রান্নার স্বাদ বৃদ্ধি করতেই নয়, চুলের পক্ষেও ভীষণ জরুরি এই পাতা। তেজপাতা দিয়ে তৈরি সিরাম চুলের স্বাস্থ্যকে রাতারাতি বদলে দেয়। এর সঙ্গে আরও কিছু ভেষজ উপাদান মিশিয়ে ম্যাজিকাল ফলাফল পেতে পারেন। জানুন কীভাবে বানাবেন এই সিরাম।
কয়েকটি তেজপাতাকে টুকরো করে প্যানে দিন। সঙ্গে দিন এক বাটি কারিপাতা, এক চামচ করে মেথি ও কালোজিরে দিয়ে দিন। এক গ্লাস জল দিন। ১০ মিনিট অল্প আঁচে বসিয়ে রাখুন। ফুটতে শুরু করলে একটু পর পর নাড়তে হবে। জল ফুটে অর্ধেক হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। উষ্ণ গরম হয়ে গেলে স্প্রে বোতলে ঢেলে রাখুন। সপ্তাহে অন্তত চারদিন স্নান করার আধঘন্টা আগে চুলের স্ক্যাল্প, গোড়া ও সব জায়গায় স্প্রে করে দিন এই উপকারি মিশ্রণ। আপনার চুলের ঘনত্ব রাতারাতি বেড়ে যাবে।
তেজপাতার অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান খুশকি দূর করতে সাহায্য করে। রুক্ষ চুলে প্রাণ ফিরিয়ে আনতে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে তেজপাতার জুড়ি নেই। চুল প্রাকৃতিকভাবেই কন্ডিশনিং হয়। রুক্ষতা দূর করে চুল হয় ঝলমলে ও মসৃণ। তেজপাতার নির্যাস মাথার তালুর অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে এবং চুলের গ্রন্থিকোষগুলোতে বাড়তি শক্তির জোগান দেয়। ফলে, চুলের বৃদ্ধি আরও দ্রুত হয়। অনেক সময় মাথার তালুতে বিভিন্ন রকম ফাঙ্গাল বা ব্যাক্টেরিয়াল ইনফেকশন দেখা দেয়। এতে মাথার ত্বকে চুলকানি, খুশকি বা র্যাশের মতো সমস্যা তৈরি হতে পারে। কারিপাতায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি যা চুলের গোঁড়া মজবুত করতে সাহায্য করে। সঙ্গে আছে প্রোটিন, বিটা ক্যারোটিন স্ক্যাল্পের আদ্রতা বজায় রাখে ও খুশকি দূর করতেও সাহায্য করে।
+ There are no comments
Add yours