ঘুরে বেড়াচ্ছে বাঘিনী, জলে মুখ ডুবিয়ে দুই ছানা, নভেম্বরের সুন্দরবনে দেখা গেল বাঘিনী সহ দুই ছানাকে
হাল্কা শীতের আমেজ গায়ে মেখে ছানাদের নিয়ে সুন্দরবনে ঘুরছে বাঘিনী। সুন্দরবনের বনি ক্যাম্পে সেই ছবি ক্যামেরাবন্দি করলেন পর্যটকরা। কখনও নদীর পাড়ে শুয়ে, কখনও আবার ঝোপে লুকিয়ে, কখনও আবার নদীর জলে মুখ ডুবিয়ে দাঁড়িয়ে। নভেম্বরের শেষ সপ্তাহে এ ভাবে দক্ষিণরায়ের দেখা পেয়ে খুশিতে ডগমগ পর্যটকরাও।
রায়দিঘি রেঞ্জের বনি ক্যাম্প থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া নতুন নয়। সেই টানেই ফি বছর প্রচুর পর্যটক আসেন এখানে। এর আগেও রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে। কখনও বনি ক্যাম্পের কাছে নদীর ধারে, কখনও আবার ঝোপের আড়ালে দেখা গিয়েছে তাদের।
একটি ভিডিয়ো সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, ঝোপের আড়াল থেকে কিছুক্ষণ তাকিয়ে রয়েছে দক্ষিণরায়। বুঝতে পেরেছে, কেউ তাকে নজরবন্দি করছে। তা বুঝতে পেরে এক ছুটে সে জঙ্গলের ভিতরে ঢুকে যায়। তবে শুধু রায়দিঘি রেঞ্জেই নয়, শীত এলেই ম্যানগ্রোভ আর নদীনালায় ঘেরা সুন্দরবনের বিভিন্ন খাঁড়িতেই দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগারের। গত বছর বন দপ্তরের লঞ্চ থেকে মাঝ নদীতে এক রয়্যাল বেঙ্গল টাইগারের ঝাঁপ দেওযার ভিডিয়ো ভাইরাল হয়। গত বার শীতের মরশুম জুড়েই বাঘের দেখা মিলেছিল সুন্দরবনে। এ বারও সেই টানে নভেম্বর থেকেই সুন্দরবনমুখী পর্যটকরা।
ভারত তথা এশিয়ার বৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল এই সুন্দরবন। বর্ষা হোক বা শীত, ফি বছরই এই জঙ্গল দেখতে হাজার হাজার পর্যটক আসেন। তবে বর্ষায় সুন্দরবন এক রকম সুন্দর, শীতের সৌন্দর্য একেবারেই আলাদা। গত কয়েক বছরে সুন্দরবনকে সাজিয়েছে রাজ্য সরকার। পর্যটকদের কথা মাথায় রেখে পরিবেশবান্ধব হোটেল, গেস্ট হাউজ় তৈরি হয়েছে। প্রায়ই নানা প্যাকেজেরও ব্যবস্থা করে ট্যুর এজেন্সিগুলি। প্রতি বছরই এখানে পর্যটকের সংখ্যা বাড়ছে।
+ There are no comments
Add yours