ঘূর্ণিঝড় ফেঙ্গলের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
আর কিছু সময়ের অপেক্ষা তারপরে ল্যান্ড ফল হবে ঘূর্ণিঝড় ফেঙ্গল।
আজ শনিবারই ঘূর্ণিঝড় ফেঙ্গলের ল্যান্ডফল হতে চলেছে। প্রবল গতিতে তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূল অঞ্চলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। যার প্রভাবে দক্ষিণ ভারতের কিছু রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্ণাটকে বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় ফেঙ্গল প্রভাবিত করেছে পশ্চিমবঙ্গের আবহাওয়াকেও । শনির সকাল থেকে কুয়াশাচ্ছন্ন রয়েছে রাজ্যের আকাশ। বইছে হালকা বাতাস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় (উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর) ফেঙ্গলের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও তা রাজ্যে শীতের উপর তেমন প্রভাব ফেলবে না। নভেম্বর শেষ হয়ে গেল। তাও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই শীতের তেমন দেখা নেই। শীতের প্রভাব আপাতত বেশি মাত্রায় পড়েছে দক্ষিণের বাঁকুড়া , পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম জেলায়।
আজ শনিবার বৃষ্টির হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। অন্যদিকে ১ ডিসেম্বর অর্থাৎ রবিবার হালকা বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় । তবে ২-৫ ডিসেম্বর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়তে শুরু করেছে।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, ঘাটাল, গড়বেতা সহ বিভিন্ন এলাকায় আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রাও অনেকটা বেড়ে গিয়েছে। অন্যদিকে ৩০ নভেম্বর-৫ ডিসেম্বর উত্তরবঙ্গে দার্জিলিং , কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে।
তবে সেখানে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শনিবার তামিলনাডুর পুদুচেরির কাছে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘ফেঞ্জল’। তবে এই ঘূর্ণিঝড়ের বাংলায় কোনও প্রভাব না ফেললেও দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই তামিলনাডু ও কর্নাটকে প্রবল বৃষ্টি শুরু হয়ে হলুদ সতর্কতা জারি হয়েছে
+ There are no comments
Add yours