বাংলার চার বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ, মানিক তলা, বনগা দক্ষিণ এবং বাগদায় উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। বিধানসভা সূত্রে খবর, সোমবার নবনির্বাচিত চার বিধায়ককে ডেকে পাঠানো হয়েছে বিধানসভার অধিবেশনে। কিন্তু এমতাবস্থায় বৃহস্পতিবার রাতে হঠাৎ রাজভবন থেকে একটি চিঠি পৌঁছয় বিধানসভায়। সেই চিঠিতে রাজভবন ২টি প্রশ্নের জবাব চেয়েছে বিধানসভার কাছ থেকে।যার মধ্যে একটি প্রশ্নে বিধায়কদের শপথগ্রহণের প্রসঙ্গও রয়েছে। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে চার হনু বিধায়ক কৃষ্ণকল্যাণী, মুকুটমণি অধিকারী ,সুপ্তি পান্ডে এবং মধুপর্ণা ঠাকুর পুর্বের দুই বিধায়কের মতো বোসের নতুন করে প্রশ্নে শপথ জটিলতার সম্মুখীন হবেন না তো।রাজভবনের তরফে বোসের বিধানসভার কাছে দুটি প্রশ্ন হল, প্রথম প্রশ্ন লোকসভা ভোটের সাথে হওয়া উপনির্বাচনে জয়ী তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা এবং রেয়াতকে শপথ গ্রহণ করিয়েছে স্পিকার বিমান। কিন্তু তাঁদের শপথবাক্য পাঠ করানোর জন্য তিনি ( সিভি আনন্দ বোস) ডেপুটি স্পিকারকে নিজের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করে ছিলেন।
সাধারণত নিয়ম অনুযায়ী বিধানসভার অধিবেশন মুলতুবি হলে পুণরায় অধিবেশন ডাকার জন্য স্পিকারকে রাজভবন থেকে ‘নোটিফিকেশন’ নিতে হয়। কিন্তু ‘স্থগিত’ রাখা হলে, তা যে কোনও সময় আবার চালু করা যায়। সেই ক্ষেত্রে রাজভবনের অনুমোদনের প্রয়োজন হয় না। বোসের দু’টি প্রশ্নের জবাব চাওয়ার পরেই চার হবু বিধায়কদের শপথগ্রহণকে কেন্দ্র করে আশঙ্কা তৈরির সম্ভবনা দেখা দিতে পারে বলেই মনে করছে।