চিকিৎসকদের কর্মবিরতির জেরে স্বাস্থ্যেসাথীর খরচ ১ লাফে বাড়লো

জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ও কর্মবিরতির জেরে স্বাস্থ্যসাথীর খাতে একলাফে বিপুল আকারে খরচ বাড়ল রাজ্যের। পরিসংখ্যান বেরিয়ে আসতে চমকে দেওয়ার মতো, ১০ আগস্ট থেকে ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য সাথী প্রকল্পে খরচ হয়েছে রাজ্যের ৩১৫ কোটি টাকা। তবে এই পরিসংখ্যার অন্যান্য সময়ের তুলনায় এক কোটি ১৩ লক্ষ টাকা বেশি।
জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ও কর্ম বিরতির জেরে স্বাস্থ্যসাথীর খরচ আরো দ্বিগুন হলো। এই নিয়ে সমীক্ষা করতে হাতে উঠে এলো অবাক করা তথ্য। ১০ই আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দিনে সাত কোটি 86 লক্ষ টাকা খরচ হয়েছে রাজ্যের স্বাস্থ্য সাথীর খাতে। ইতিমধ্যে এই তথ্য স্বাস্থ্য দপ্তর নবান্নে জমা দিয়েছে। তবে আরও একটি বিষয় উল্লেখ্য সরকারি হাসপাতালের থেকে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথীর খাতে খরচ হয়েছে বেশি। এমনটায় রিপোর্টে জানা যাচ্ছে। এই রিপোর্ট অনুযায়ী যে পরিসংখ্যান তাতে যথেষ্টই উদ্বিগ্ন প্রশাসনিক কর্তারা ও স্বাস্থ্য দপ্তর।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author