চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যু, হাসপাতাল ঘিরে বিক্ষোভ
চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যু হয়। আর এই শিশুর মৃত্যুর ঘটনাকে ঘিরে হাসপাতলে রোগীর পরিবারের লোকেরা প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাটি ঘটে মেখলিগঞ্জের বাঘডোকরায়।
মৃতার স্বামীর অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে প্রসবের জন্য সাগরিকা রায়কে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ৮টা নাগাদ পুত্র সন্তানের জন্মও দেন তিনি। কিন্তু মাঝরাত থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর। রাত ৩টে নাগাদ মৃত্যু হয় সাগরিকা দেবীর। অন্যদিকে এই খবর জানাজানি হতেই রবিবার সকাল থেকে হাসপাতালের সামনে মৃতার পরিবারের লোকজন এবং পরিচিতরা ভিড় করতে থাকেন। উত্তেজনা বাড়তে থাকায় হাসপাতালের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশের সামনেই হাসপাতালের সিকিউরিটি গার্ডদের সরিয়ে উত্তেজিত জনতা প্রসূতি বিভাগের সামনে চলে যান। ভেঙে ফেলা হয় প্রসূতি বিভাগের দরজার একাংশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বলে জানা গিয়েছে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনায় দুজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
এদিকে হাসপাতাল সুপার ডাক্তার তাপস কুমার দাস জানান, প্রসবের পর শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক সমস্যার জন্য রোগীর মৃত্যু হয়েছে। এদিন সকালে হাসপাতালে আসেন এলাকার বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পরেশচন্দ্র অধিকারী। তিনি বলেন, ‘মৃতার বাড়ির লোকজন চাইলে ময়নাতদন্ত করা হবে।