চিটফান্ড তদন্তে কলকাতায় কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা
মঙ্গলবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। চিটফান্ডের তদন্তের অংশ হিসেবে এই তৎপরতা চলছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে, এক অর্থলগ্নি সংস্থার মালিকের নিউ আলিপুরের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। পাশাপাশি, আরও একটি ঠিকানাতেও তল্লাশি চলছে, যা “জোকার” নামে পরিচিত।
ইডি সূত্রে খবর, ওই চিটফান্ড সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয়ছয়-সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০১৭ সালের ১৫ মার্চ চিটফান্ড মামলায় সংস্থার মালিক এবং তার পুত্রকে সিবিআই গ্রেফতার করেছিল। তবে, বর্তমানে তাদের বিরুদ্ধে ফের আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠার পরই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
+ There are no comments
Add yours