চেতলার হোটেলে ব্যাঙ্ককর্মী সুমনা মন্ডলের রহস্যজনক মৃত্যু

মহিলা ব্যাঙ্ককর্মী *সুমনা মন্ডল* এর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। রাজা সন্তোষ রোডের একটি হোটেল থেকে তাঁর মৃতদেহ পাওয়া গেছে। *পুলিশ সূত্রে* জানা গিয়েছে যে, সুমনা শ্রমণা রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের কর্মী ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন এবং বিষ খেয়ে নিজেকে শেষ করে দিয়েছেন। 

*ঘটনার বিবরণ* অনুযায়ী, *শুক্রবার* বেলা ১১টায় চেতলার এক হোটেলে ঢোকেন সুমনা। *শনিবার* বেলা ১১টায় চেক আউটের সময় তাঁর কোনও সাড়া পাওয়া না যাওয়ায়, হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মহিলার মৃতদেহ উদ্ধার করে। হোটেল ম্যানেজার সোমনাথ শাসমলের দাবি, *পোকা মারার বিষ* খেয়ে আত্মহত্যা করেছেন সুমনা। 

এখন এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে এবং কেন ও কীভাবে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সুমনার বাড়ি কসবা এলাকায় বলে জানা গেছে

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours