জম্মু-কাশ্মীরে সুষ্ঠু ভোট, তার মাঝখানে উঠল ছাপ্পা ভোটের অভিযোগ
সকাল থেকেই বুথে বুথে ভিড়। কড়া নিরাপত্তায় শুরু জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। আজকের ভোট বিশেষ গুরুত্বপূর্ণ কারন যে সকল কেন্দ্রে ভোট গ্রহণ চলছে তা হল রাজৌরি, পুঞ্চ, রিয়াসি, শ্রীনগড় এবং বাদগামে। কারণ এই ৫ বোর্ড গ্রহণ কেন্দ্র অত্যন্ত সেনসিটিভ এরিয়া।এই পাঁচ ভোট গ্রহণকেন্দ্রে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কারন গত ৩ বছরে একাধিক সন্ত্রাসী হামলা হয়েছে এই এলাকাগুলিতে।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৬.৬ শতাংশ। কিন্তু এই ভোট দানের হার আরো বাড়তে পারে কারন, জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনী কর্তা পিকে পোল জানান, হজরতবাল এবং রিয়াসির মতো কিছু জায়গায় সন্ধ্যা ৬টার পরও ভোটগ্রহণ চলেছে।