জয়পুরে কোচিং সেন্টারে ১০ জন জ্ঞান হারালেন, গ্যাস লিকের ঘটনায় আতঙ্ক
রাজস্থানের জয়পুরে একটি প্রাইভেট কোচিং সেন্টারে গ্যাস লিকের কারণে ১০ জন অচেতন হয়ে পড়েন। রবিবার সন্ধ্যায় মহেশ নগর থানা এলাকার এই ঘটনা ঘটে, যেখানে কোচিং সেন্টারের এসি থেকে গ্যাস লিক হওয়ার পর পড়ুয়াদের শ্বাসকষ্ট শুরু হয় এবং তাঁরা জ্ঞান হারান। এর মধ্যে ৯ জন ছিলেন ছাত্র-ছাত্রী এবং ১ জন ছিলেন রাঁধুনি। অচেতন অবস্থায় সবাইকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।স্থানীয় পুলিশ জানায়, কোচিং সেন্টারের দ্বিতীয় তলায় ক্লাস চলছিল, ঠিক তখনই এসি থেকে অদ্ভুত গন্ধ বের হতে থাকে। এই গন্ধের প্রভাবে ১০ জন জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁদের মধ্যে ৮ জন ছাত্রী, ১ জন ছাত্র এবং ১ জন রাঁধুনি ছিলেন। দু’জনকে সোমানী হাসপাতালে রেফার করা হয়।এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। ঘটনায় ছাত্রনেতা নির্মল চৌধরী তাঁর সমর্থকদের নিয়ে কোচিং সেন্টারের সামনে ধরনায় বসে পড়েন এবং কোচিং সেন্টারের অবহেলার জন্য তদন্তের দাবি তোলেন। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় এবং পরে কিছু ছাত্রনেতাকে পুলিশ হেফাজতে নেয়।
+ There are no comments
Add yours