মুম্বাইয়ের কাছে লোনা জলপ্রপাতে ঘুরতে গেছিলেন। আচমকায় জলপ্রপাতের জল বেড়ে যাওয়ায় ঘটে যায় এই বিপত্তি। পরিবারের সাত জন জলের তোড়ে ভেসে যান , তাদের মধ্যে রয়েছেন মহিলা , আছে একাধিক শিশু ও। তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে এখনো পরিবার 2 জন সদস্য নিখোঁজ। 2 জন কোনো রকম সাঁতরে প্রাণ রক্ষা করেছে।
ঐ লোনা জলপ্রপাতে প্রতিবছর অনেক পর্যটক ঘুরতে যায়। এবারে ও অনেক পর্যটক সেই জ্বলপ্রপাত দেখতে গেছিলো। আচমকায় জল বেড়ে যায় আর ওই জলপ্রপাতের তীব্র স্রোতের মাঝখানে ফেঁসে যায় পরিবারের 7 জন । তারা একে অপরকে জড়িয়ে আছেন। ভয়ে চিৎকার করছেন। কোনভাবে একটি পাথরের খাঁজে পা রেখে নিজেদের কে আটকে রেখেছিলেন , তাদের এই আর্তনাদ শুনে আশেপাশের অনেক পর্যটক তাদের কে উদ্ধার করতে চেষ্টা করেন কিন্তু ব্যার্থ হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেদের কে ঐ একজায়গায় বেশিক্ষন ধরে রাখতে পারেনি ,। জলের তীব্র স্রোতে ভেসে যায় ঐ পরিবারের সবাই । পরে জানা যায় তাদের মধ্যে 3 জন মারা যায় , দুজনকে খুঁজে পাওয়া যায়নি । দুজন সাঁতার কেটে ডাঙায় উঠতে পেরেছিলেন। ঘটনাটির পরে ঘটনাস্থলে পুলিশ সেই জলপ্রপাতে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়।