জামাতের সমর্থনে ভোটে লড়ছেন প্রিয়ঙ্কা! বিস্ফোরক কেরলের মুখ্যমন্ত্রী,
১৩ নভেম্বর কেরলের ওয়েনাড লোকসভা আসনে উপনির্বাচন। তার আগে সরগরম রাজনীতি। কংগ্রেস প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের । মৌলবাদী ইসলামী সংগঠন জামাত-ই-ইসলামির সমর্থনে প্রিয়ঙ্কা ভোটে দাঁড়িয়েছেন বলে মন্তব্য পিনরাই বিজয়নের।
বৃহস্পতিবার ফেসবুক পোস্টে ওই দাবি করেন কেরলের মুখ্যমন্ত্রী। ওয়েনাডের উপনির্বাচনে কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার মুখোশ খসে গিয়েছে বলেও নিশানা বিজয়নের। ইন্ডি জোটের অন্যতম দুই শরিক কংগ্রেস ও বাম। আর কেরলে তাদের মধ্যেই দ্বন্দ্ব প্রকট। সিপিএমের পলিটব্যুরো সদস্য কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন তীব্র আক্রমণ শানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী ও তাঁর দলকে।
প্রিয়ঙ্কাকে ওয়েনাডে প্রার্থী করার পেছনে জামাত-ই-ইসলামির হাত রয়েছে বলে দাবি পিনরাইয়ের। তিনি বলেন, “জামাত-ই-ইসলামি সংগঠনের নামের সঙ্গে কেউ অপরিচিত নন। কিন্তু কংগ্রেসের আসল অবস্থান কী? গণতন্ত্রের পক্ষে আদৌ রয়েছে কংগ্রেস?” কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফের দ্বিতীয় বৃহত্তম দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের বিরুদ্ধেও বিজেপির সুরে সুর মিলিয়ে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছেন পিনরাই বিজয়ন।
কংগ্রেসের (প্রিয়ঙ্কার বিরুদ্ধে সিপিএমের প্রার্থী সত্যেন মোকরি ও বিজেপির নব্য হরিদাস। কংগ্রেসের সঙ্গে জামাতের যোগসাজশের অভিযোগ তুলে আগেও সরব হয়েছেন পিনরাই বিজয়ন। বুধবার প্রিয়ঙ্কাকে সমর্থন জানিয়েছে জামাত-ই-ইসলামির ঘনিষ্ঠ রাজনৈতিক সংগঠন ওয়েলফেয়ার পার্টি। এরপরই ফেসবুক পোস্টে ফের সরব হন কেরলের মুখ্যমন্ত্রী।
+ There are no comments
Add yours