জামিন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের

এ বার জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আবেদন, ২ বছরের বেশি সময় ধরে তিনি জেলবন্দি। ৭৪ বছর বয়স তাঁর। শারীরিকভাবে অসুস্থ। তাঁকে জামিন দেওয়া হোক। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ নোটিস জারি করে সব পক্ষের জবাব তলব করল।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার করে ইডি। এই মামলাতেই অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেখান থেকে প্রায় ২১ কোটির বেশি টাকা উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। সঙ্গে প্রচুর গয়নাও উদ্ধার হয়েছিল। এই অর্পিতা ‘পার্থ ঘনিষ্ঠ’ বলে দাবি করেছিলেন তদন্তকারীরা। বিপুল টাকার আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন পার্থ, অভিযোগ ওঠে এমনটাই। এসএসসি দুর্নীতি মামলায় যুক্ত থাকার অভিযোগে পার্থর সঙ্গে ইডি গ্রেপ্তার করে অর্পিতাকেও। আপাতত পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন প্রেসিডেন্সি জেলে। সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলকে আদালতে হাজির করার জন্য আবেদন জানিয়েছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর করে ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালত। সুত্রের খবর সিবিআই তাদের হেফাজতে নিতে পারে। এরই মধ্যে এবার ইডির মামলায় জামিন চেয়ে সর্বোচ্চ আদালতের দরজায় কড়া নাড়লেন পার্থ চট্টোপাধ্যায়।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author