জামিন পেতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায়, সুপ্রিম কোর্টে অর্পিতার নাম তুলে প্রশ্ন
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিন পেতে মরিয়া হয়ে সুপ্রিম কোর্টে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম তুলে প্রশ্ন তুলেছেন, “অর্পিতা জামিন পেলে আমি কেন পাব না?” পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতগী আদালতে দাবি করেন, যেখানে টাকা উদ্ধার হয়েছে, সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই এবং ওই ঠিকানার মালিকও তিনি নন। একই সঙ্গে তিনি বলেন, জামিন পেলে প্রয়োজনে পার্থ বাংলা ছাড়তেও রাজি।
এদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের এই দাবির পর বিচারপতি সূর্য কান্ত রীতিমতো ভর্ৎসনা করেন। বিচারপতি বলেন, “আপনি মন্ত্রী ছিলেন, অন্যরা নন। আপনার দপ্তরে কী হচ্ছে, তার দায় আপনার উপর।” এরপর তিনি মন্তব্য করেন, পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে তদন্ত কীভাবে প্রভাবিত হতে পারে, তা আগে খতিয়ে দেখা হবে।
২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য বহুবার আর্জি করা হলেও এখন পর্যন্ত তা মঞ্জুর হয়নি। এমনকি, অর্পিতা মুখোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়সহ একাধিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার ব্যক্তির জামিন হলেও পার্থের জামিন মঞ্জুর হয়নি, যা নিয়ে তিনি আদালতে প্রশ্ন তুলেছেন
+ There are no comments
Add yours