জিপিএস বিভ্রান্তিতে মর্মান্তিক দুর্ঘটনা, উত্তরপ্রদেশে দুই ভাই-সহ ৩ জনের মৃত্যু
উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার ডাটাগঞ্জ এলাকায় রবিবার ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। জিপিএসের ভুল নির্দেশনায় বরেলী থেকে আসা একটি ওয়াগন আর গাড়ি নির্মীয়মাণ সেতুতে উঠে পড়ে। সকালের কুয়াশাচ্ছন্ন পরিবেশে চালক বিষয়টি বুঝতে না পেরে দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকেন। কিছুক্ষণ পর সেতুর ভাঙা অংশ থেকে গাড়িটি প্রায় ৫০ ফুট নীচে রামগঙ্গা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার ফলে চালক এবং গাড়ির আরোহী দুই ভাই ঘটনাস্থলেই মারা যান। তাদের মৃতদেহ এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পরে রামগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়। স্থানীয় গ্রামবাসীরা দুর্ঘটনার খবর পুলিশকে জানালে উদ্ধার কাজ শুরু হয়।
আঞ্চলিক সার্কেল অফিসার আশুতোষ শিবম জানান, চলতি বছরের বর্ষায় সেতুটির একাংশ বন্যার কারণে ধসে পড়ে। তবে জিপিএস সিস্টেমে এই তথ্য হালনাগাদ করা হয়নি, যার ফলে চালক বিভ্রান্ত হয়ে সেতুতে গাড়ি নিয়ে ওঠেন।
এই দুর্ঘটনা প্রযুক্তির যথাযথ হালনাগাদের প্রয়োজনীয়তা এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতার গুরুত্বের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে।
+ There are no comments
Add yours