জেলাশাসকদের নিয়ে ফের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আলোচনায় আবাস যোজনা ও পানীয় জলের প্রকল্প 

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে জেলাশাসক ও বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার বৈঠকের পরেই বিধানসভা থেকে এই বৈঠক হবে বলে জানা গেছে। 

**প্রধান আলোচ্য বিষয়:** 
– **পানীয় জলের প্রকল্প:** বাড়ি বাড়ি জল পৌঁছানোর প্রকল্পের গত সপ্তাহের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। 
– **আবাস যোজনা:** এই প্রকল্পে তালিকা সংক্রান্ত অসঙ্গতি ও বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা হতে পারে। 

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বাংলাদেশ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। বিধানসভায় তিনি বলেন, “আমাদের অনেক বন্ধুর আত্মীয়-স্বজন সীমান্তের ওপারে আছেন। কেন্দ্রীয় সরকারের দিক থেকে এখনো কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি। শান্তি বজায় রাখতে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours