মহারণে পুরুলিয়া :
রবিবার ১৯ মে। আর তাই রবিবাসরীয় ভোট প্রচারে ঝড় তুলতে মরিয়া শাসক-বিরোধী দুই শিবির। পুরুলিয়ায় যেন এখন যেন সাজ সাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে মুখ্যমন্ত্রীর সভা রোড শো।
রবিবার সকাল ১০টায় পুরুলিয়া বিধানসভা এলাকার গেঙ্গাড়ার মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবার ঐদিন দুপুরে পুরুলিয়া শহরে রোড শো করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী যে মাঠে সভা করবেন সেই মাঠে প্রস্তুতি তুঙ্গে। লক্ষাধিক লোকে হবে বলে পুরুলিয়া বিজেপি কমিটির দাবি। পুরুলিয়া লোকসভার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জানান মাঠের জনসভা সাড়া পড়বে বাপ্যাক। এই দিনই পুরুলিয়া শহরের হাসপাতাল মোড়ের সামনে থেকে রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই রোডশোতেও রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে দাবি জেলা তৃণমূল সভাপতির। দুই দলের দুই হেভিওয়েটের কর্মসূচিতে রেকর্ড সংখ্যক উপস্থিতির টার্গেট নিয়ে কোমর বেঁধে নেমেছে তৃণমূল বিজেপি। দুই শিবিরেই প্রস্তুতি তুঙ্গে।
একদিকে চারশো আসনের লক্ষ মাত্রা পূরণ করতেই প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির হেভিওয়েট নেতারা একাধিকবার ছুটে ছুটে এসেছেন বাংলায় অন্যদিকে গত এই লোকসভায় নিজের আসন অটুট রাখতে মরিয়া ঘাসফুল শিবির। মুখ্যমন্ত্রীর জনসভায় উপচে পড়বে ভিড় এমনই দাবি তৃণমূল শিবিরের। সবমিলিয়ে পুরুলিয়ায় ভোটপ্রচার জমজমাট।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.
You May Also Like
কেন্দ্রীয় সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
July 19, 2024
লোকসভা নির্বাচনে ভরাডুবি নিয়ে রাজ্য বিজেপি
July 17, 2024