নিউজিল্যান্ডের ওয়াইটোমো হোলো জোনাকি গুহা
পাহাড়ের কোলে গভীর সুড়ঙ্গ গুহা বলতে আমরা তাই বুঝি।
আমরা এমন এক গুহার কথা বলবো যেখানে অন্ধকার তো দূরের কথা তার বদলে আলো-আঁধারীর এক অপূর্ব দৃশ্য দেখা যায় চুনা পাথরের তৈরি এই গুহাতে আলোর খেলায় মেতে উঠেছে জোনাকির দল। গুহার অতলতা অথচ ঝাড়বাতি আলোর ঝর্ণাধারা আপনাকে অভ্যর্থনা জানাচ্ছে এমন সুন্দর দৃশ্য এরকমই একটি প্রাকৃতিক গুহা আছে নিউজিল্যান্ডের ওয়াইটোমো শহরে।
জোনাকির স্বল্প আলোয় মায়াবী এক পরিবেশ তৈরি হয়েছে গুহার ভেতরে।এই গুহায় ঢুকলে এমন দৃশ্যই আপনার চোখে পড়বে।গুহার ভেতরে পুরো দেওয়াল জুড়ে হলুদ-নীল স্নিগ্ধ, মায়াবী আলোয় আলোকিত। সেই আলো এত চমৎকার মায়াবী পরিবেশ তৈরি করে যে মুগ্ধ না হয়ে উপায় নেই।
তবে যদি ভাবেন কোন উচ্চপ্রযুক্তিকে কাজে লাগিয়ে গুহার ভেতরে এই আলো আধারের পরিবেশ সৃষ্টি করা হয়েছে তাহলে তা সম্পূর্ণই ভুল ধারণা। এই আলো সৃষ্টি করেছে দেওয়ালে বসবাসকারী জোনাকি পোকা। এজন্যই গুহাটির পরিচিত নাম গ্লো-ওয়ার্ম কেভ, অর্থাৎ জোনাকি গুহা।
নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের ওয়াইটোমো শহরের ঠিক বাইরে অবস্থান এই ওয়াইটোমো গ্লো-ওয়ার্ম কেভের। এর ভেতরে অসংখ্য জোনাকি পোকার বসবাস।তারাই এই গুহাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
নিউজিল্যান্ডের এই গুহাটির ভেতরের সৌন্দর্য উপভোগ করার জন্য স্থানীয় প্রশাসন ছোট্ট একটি হ্রদ খনন করেছেন। যেখানে দূরদূরান্ত থেকে আগত পর্যটকরা ছোট ছোট নৌকা ভাড়া করে নিজের চোখে উপলব্ধি করতে পারেন গুহার অভ্যন্তরের সৌন্দর্য। জোনাকির গুহা হোলো প্রকৃতির অকল্পনীয় এক রূপ।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.