ঝলমলে রোদের শেষে ফের আসছে বৃষ্টি!দেখুন আবহাওয়ার খবর
#WeatherUpdate#RainForecast#MonsoonReturns#KolkataWeather#DurgaPujo#KiteFlying#Humidity#LoweredPressure#SeasonChange#RainyDaysAhead#WeatherAlert#BengalNews#CloudySkies#DampConditions#WeatherWatch#LocalNews#asianews#asianewslive
নিম্নচাপের জেরে একটানা হয়ে চলে বৃষ্টি অবশেষে থেমেছে। তাছাড়া কাল ছিল বিশ্বকর্মা পুজো, এই দিনে আকাশে হাজার হাজার ঘুড়ি ওড়ে। তাই যারা ঘুড়ি ও সুতো কিনে রেখেছিলেন তারাও আকাশ পরিষ্কার হওয়ার আশায় বসেছিল। এদিকে ডিভিসির জল ছাড়া হয়েছে। যার জেরে দামোদর উপত্যকা অঞ্চলের বিস্তীর্ন এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল ও আজ আকাশ একেবারে পরিষ্কার। তবে বর্ষা এখনও বিদায় নেয়নি। শুক্রবার থেকেই ফের বৃষ্টি নামতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।আজ কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম, তবে হলেও হালকা বৃষ্টি হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ম ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা থাকবে ৬০% থেকে ৮০% পর্যন্ত। যার জেরে কিছুটা আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।
আপাতত আবহওয়ার পরিস্থিতি কিছুটা হলেও উন্নত হয়েছে, তাই বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে। কিন্তু আজ ও কাল আকাশ পরিষ্কার থাকলেও শুক্রবার ফের বর্ষা নামতে পারে। মূলত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।