ঝাড়গ্রামে আবার দলছুট হাতির হানা। খাবারের খোঁজে লোকালয়ে চলল হাতির তাণ্ডব
ঝাড়গ্রাম জেলা জুড়ে দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। যেমন খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল, তেমনি প্রকাশ্য দিবালোকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ,ঝাড়গ্রাম, জামবনি, সাঁকরাইল থানা এলাকার বাসিন্দারা।
হাতির দল কখনও রাজ্য সড়কের উপর, কখনও জাতীয় সড়কের উপর, আবার কখনও ধান চাষের জমিতে দাপিয়ে বেড়াচ্ছে। দাঁতাল হাতির দলের তাণ্ডবে অতিষ্ঠ জঙ্গলমহলের বাসিন্দারা। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের রাঙ্গিয়াম এলাকায় হাতির দল চাষের জমিতে দাঁপিয়ে বেড়াচ্ছে । পাশাপাশি ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া, চাঁদাবিলা ,পাঁচামি,গিরা সহ একাধিক জায়গার চাষের জমিতে দাপিয়ে বেড়ালো প্রায় ১৮ – ২০ টির একটি দাঁতালের দল। মাথায় হাত চাষীদের।সেই সঙ্গে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার জন্য বন দফতর এর পক্ষ থেকে জানানো হয়।
হাতির আতঙ্কে ঝাড়গ্রামের একাধিক গ্রাম।