আজকেও দিনভর চলছে তল্লাশি ! টানা ৬ ঘন্টা ধরে গুলির লড়াই, খতম ১২ মাওবাদী জখম ১ পুলিশ, ও ১ জওয়ান।
গত ১৭ জুলাই মহারাষ্ট্র ছত্রিশগড় সীমান্তের বন্দলি গ্রামে ১৫ জন মাওবাদী লুকিয়ে আছে বলে বুধবার দিন গোপন সূত্রে খবর যাই পুলিশের কাছে। এরপরে এক মুহূর্ত দেরি না করে অভিযানের নামে মহারাষ্ট্র পুলিশ।এরপর আনুমানিক সকাল ১০ টার নাগাদ ডেপুটি পুলিশ সুপারের নেতৃত্বে ডিপ জঙ্গলে অপারেশন শুরু করে নিরাপত্তা বাহিনী।
টের পেয়ে গুলি চালাতে শুরু করে মাওওবাদীরা। দুই পক্ষের মধ্যে টানা 6 ঘন্টা ধরে গুলির লড়াই চলে। গুলির লড়াই শেষ হয়ে যায় ১২ জন মাওবাদী। তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি ইনসাস এবং সাতটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র।
বাকি মাওবাদীদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি।মহারাষ্ট্র পুলিশের তরফে জানানো হয়, ১২ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে, তার মধ্যে ১১ জনের পরিচয় জানা না গেলেও এর মধ্যে একজনকে শনাক্ত করা গিয়েছে তিনি হলেন, মাওবাদীদের ডিভিশনাল কমিটির সদস্য লক্ষণ আতারাম ওরফে বিশাল আতারাম। তিনি টিপাগর দালাম এলাকায় মাওবাদীদের দায়িত্বে ছিলেন । তিনি গুলির লড়াইয়ে জখম হয়ে নাগপুরে চিকিৎসাধিন এক সাব ইন্সপেক্টর ও এক জওয়ান। এই মাওবাদী নিকেশ অভিযানে বড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ।