ট্রেন চালকের তৎপরতার জেরে অল্পের জন্য প্রাণ রক্ষা পেল হাতির দল

১৬ অক্টোবর, ২০২৪ ট্রেন নং. ১৫৯৫৯ কামরূপ এক্সপ্রেসের লোকো পাইলট জে. ডি. দাস এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট উমেশ কুমার হাবাইপুর ও লামসাখাং স্টেশনের মধ্যে ১৬৬/৮-১৬৭/০ কি.মি.-এ এক দল হাতিকে রেলওয়ে ট্র্যাক পারাপার করতে দেখেন । ট্রেনটি হাওড়া থেকে গুয়াহাটি হয়ে লামডিং যাচ্ছিল। রাত ৮:৩০ টার সময় এই ঘটনাটি ঘটে। হাতির দলটিকে রেলওয়ে ট্র্যাক পারাপার করতে দেখে লোকো পাইলট ও এসিস্ট্যান্ট লোকো পাইলট সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ব্রেক প্রয়োগ করেন। ফলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগার আগেই বড়সড় দুর্ঘটনা ঘটার আগে হাতির দলটি প্রাণে বেঁচে যায়। সেকশনটিতে কার্যকর হয়ে থাকা আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (এআই) ভিত্তিক ইনট্রুশন ডিটেকশন সিস্টেম (আইডিএস)-এর দ্বারা ট্রেনটির চালকদের সতর্ক করা হয়েছিল। ফলে রেল চালকের তৎপরতার জেরে হাতির দলকে বাঁচানো গেছে।উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষের তরফে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জুড়ে বিস্তৃত থাকা অন্যান্য এলিফেন্ট করিডোরগুলিতেও পর্যায়ক্রমিকভাবে এই আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (এআই) ভিত্তিক ইনট্রুশন ডিটেকশন সিস্টেম (আইডিএস) স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে। এই পদ্ধতিতে রেলওয়ে ট্র্যাক পারাপার করার সময় একাধিক হাতির দলের প্রাণ রক্ষার ক্ষেত্রে ব্যাপক সাফল্য লাভ করেছে এই পদ্ধতি।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author