ডাক্তারি ভর্তিতে কোটা দুর্নীতি: ইডির তল্লাশি দেশজুড়ে
ভারতীয় অনাবাসী (এনআরআই) কোটায় ডাক্তারি ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগে দেশের ২৮টি বেসরকারি মেডিক্যাল কলেজে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অভিযোগ রয়েছে, টাকার বিনিময়ে ভুয়া সার্টিফিকেট তৈরি করে শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে, যার ফলে যোগ্য ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়েছেন। এই দুর্নীতির তদন্তে দেশের প্রথম সারির মেডিক্যাল কলেজগুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই দুর্নীতির ব্যাপারে উষ্মা প্রকাশ করেন। এরপরেই ইডি দেশজুড়ে মেগা অভিযান শুরু করেছে। মঙ্গলবার, বীরভূমের বোলপুরে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে ইডির পাঁচ-ছয় সদস্যের একটি দল হানা দেয়। এছাড়া পশ্চিম বর্ধমান জেলার তিনটি বেসরকারি মেডিক্যাল কলেজে ও কলকাতার সল্টলেক এলাকায় তল্লাশি চালানো হয়।
ইডি হানা দিয়েছে হলদিয়া দুর্গাপুরের হাসপাতালেও, যেখানে লক্ষণ শেঠের বাড়িতে তল্লাশি চালানো হয়। গোটা অভিযানে প্রায় ১০ জন তদন্তকারী আধিকারিক এবং আধা সামরিক বাহিনী রয়েছে। কলেজের পাঠক্রমে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য তদন্ত সাবধানে এগিয়ে চলেছে
+ There are no comments
Add yours